মাঝে মাঝে মনে হয় তুমি বুঝি বৃষ্টি
নইলে কি করে তৃষ্ণা বোঝ ?
অঝোর ঝরে শীতল করো উষ্ণ মরুভুমি ।


কখন কখন মনে হয় তুমি একটা নদী
এপার ওপার দুপারে নগর বন্দর সাজিয়ে
চলে গেছ দূরে বহুদুরে অনেক দূরে।


আবার দেখি তুমি এসেছ স্নিগ্ধ ছায়া নিয়ে
নিবিড় পত্র ছায়ায় ঘিরে ধরেছ প্রানচ্ছবি
মুকুলে রেখে গেছ আগামীর উৎসব ।


বুকে অগাধ মায়া নিয়ে ধারন করেছ
এক সমুদ্র জলজ প্রাণীকূল সমারোহ
রেখেছ চোখের নজরে নিরাপত্তার বিচরণ ভূমি।


সর্বংসহা হয়ে পেয়েছ অসম্মান আর অবলুপ্তি
তবু ও জন্ম দিয়ে চলেছ নবজাতক
প্রথম ক্রন্দন ধ্বনিতে দিয়েছ পীযূষধারা।


তুমি কখন বৃষ্টি, কখন নদী, কখন পান্থপাদপ
কখন স্নিগ্ধ ছায়া। কখন স্তনদায়িনী
মৃত্যু তোমার কাছে বারেবারে হেরে যায়।


তবু ও বারে বারে দোরে দোরে আশ্রয় চেয়েছ;
একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটে গেছ ,পাওনি
      হায় রে নারী, হয়ে সর্বহারা
শেষে সেই মৃত্যুর কাছেই দুহাত বাড়ালে !