এমনি করেই তোমার থেকে দুরে কাছে আসা
এমনি করেই মন গহীনে টুকরো মেঘে ভাসা ।
এমনি করেই একলা হয়ে ভাঙ্গা গড়ার খেলা
এমনি করেই মাঝদরিয়ায় সাঁতরে কাটে বেলা।


তোমাকে বলা হয়নি, ইচ্ছে করেই বলিনি
সবাই ব্যস্ত যখন আংটি খুঁজতে আমি যাইনি ;
তখন ডায়েরীর দুটো পাতা ছিঁড়ে নিয়েছি
তারপর নিঃশব্দে ভিড়ের মধ্যে মিশে গেছি !


জানতে পারনি কাছেই ছিল মিত্র্ররূপী শত্রু
জানতে পারনি আস্তিনের নিচেই ছিল অস্ত্র;
জানতে পারনি ক্রমশঃ ক্ষুদ্র হচ্ছে ফাঁসের বৃত্ত
জানতে পারনি নাটকের শেষদৃশ্য ইচ্ছামৃত্যু!


একরাশ অন্ধকার খামে জীবন্ত ইতিহাস
আমিই নাটকের নেপথ্যে নট, ধরেছি রাশ ।
একান্তে কাছে পেতে নিয়েছি খলনায়ক বেশ  
পেশীবহুল হাতের এক ঝটকায় স...ব শেষ ।