ভেবেছিলাম ফিরিয়ে দেবে
নীলকন্ঠ পাখী উড়িয়ে দেবার সোনালী মুহূর্ত ;
সবুজ ধানে তখন বাতাস ঢেউ খেলে বেড়াচ্ছে
একটা দুটো অস্থির ফড়িং ডানা মেলে উড়ছে ।
দিগন্ত শেষে সুনীল আকাশ নাকি ডাকছে ।
তুমি তখন ভীষণ আনমনা এক মর্মরমূর্তি
শুধু তপ্ত দহন বাতাসে তোমার আঁচল উড়ছে
দৃষ্টি তখন অনেক দুরে নীলকন্ঠ পাখীর পথে...


আমার বৃষ্টিবিহীন দিন
আমার নিদ্রাবিহীন রাত
আমার প্রতিক্ষিত সময় প্রতিনিয়ত বলে চলেছে  
চেয়ে নাও তোমার কাঙ্খিত অন্তরঙ্গতা ।
ভেবেছিলাম জলঙ্গির কাছে চাইব তৃষ্ণার জল ।


দুরে কোথাও যেন বিনা মেঘে বজ্রপাত
প্রকৃতির অঝোরে বৃষ্টি হয়ে যাবার পরিকল্পনা।
থরথর করে কাঁপছে তোমার ওষ্ঠযুগল
অস্ফুটে বলেছিলে - আমায় ছুঁয়ে জাগিয়ে দাও ।
মন্ত্রমুগ্ধের ছুঁয়ে দিলাম - তখন তোমার ভীষণ জ্বর ...