ছবির কবিতা


ছবির মত না হলেও স্বপ্নের মতন।
আমার বাবাকে এমনিভাবেই জড়িয়ে থাকতাম।
বাবাকে কখনো কাঁদতে দেখিনি।
জানতাম বাবা ভিতরে ভিতরে কাঁদতো।
ছোট্ট ঘরে যখন গরমে সবাই হাঁসফাঁস করতাম।
মা আমার তালপাতার পাখাতে বাতাস করত।
একদিন বাবা বলল - কাল থেকে আমরা ফ্যানের হাওয়া খাব।
সেই স্বপ্ন সত্যি হয়ে গেল পরের দিন।
আমরা ভাইবোনেরা ভীষণ শান্তিতে ঘুমালাম।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ভিতরে মাকে যেন বাবা বলছে -
আমার এতদিনের হাতঘড়িটা বেচে দিলাম।
ওদের শান্তিতে ঘুমোতে দিতে পারলাম ।
আমার জীবনটা যেন সার্থক হল।
তখনই বুঝলাম, যে বাবারাও কাঁদে,কেউ দেখতে পায়না।
বাবা যখন চলে গেল, আমি কাঁদতে পারিনি।
সেই সেদিনের কথা মনে পড়ে গেল।
আমি ও আমার সন্তানদের সেই ভাবে বাঁচাবো।
এমনই মজবুত নিরাপত্তার বেষ্টনীতে বেঁধে রাখবো।