পাহাড় আমায় ছেড়ে বলে দিলো ফিরে যাও অন্য কোথাও।
জঙ্গলে আশ্রয় সেও বলে ফেলে এখানে নয় যাও অন্য কোথাও।
নদীর তীর ছুঁয়ে পথ বলে যাব নতুন বাঁকে তুমি যাও অন্য কোথাও।
এ এক মরুভূমি বালুঝড় সে ভর্ত্সনায় বলে ফিরে যাও অন্য কোথাও।
সাগর মাটি আকাশ সকলে সমস্বরে বলে এখানে নয় যাও অন্য কোথাও।
তুমি একান্ত স্বার্থপর তুমি বহিরাগত মিথ্যে স্বপ্ন দেখাও যাও অন্য কোথাও।


নির্বাসিত আমি প্রশ্নের উত্তর খুঁজি কোথায় যাব?
ওপারে যাব! যেখানে কালো রঙের বিশাল পর্দা !
শরীরের যন্ত্রনা বলে দিল আমি আছি তোমার সাথে !
স্মৃতিরা একসাথে বলে দিল আমি আছি তোমার সাথে!
ধূসর ভারাক্রান্ত মন বলে দিল আমি আছি তোমার সাথে!
হৃদযন্ত্র ধুঁকতে ধুঁকতে বলে কবি আমৃত্যু আছি তোমার সাথে!