নদীর চরে ভাঁটার জলেরা কি যন্ত্রণা রেখে গেছে?
চোখে জল দেখিনা সুখেরা শোকে আছে।


প্রেম ছেড়ে চলে যায়
সুদুরের কোন সীমানায়।
একরাশ অভিমান মেঘ
       বুকের ভিতর বৃষ্টি জমায়।
আমার প্রেম আমায় ছেড়ে চলে যায়।
গানের সুর পথ হারিয়ে ফেলে
আঁধার গলিতে গুমরে মরে
চিলেকোঠার রোদ্দুর কি যেন বলতে চায়।
     না বলেই সে চকিতে মিলিয়ে যায়।
গানের খাতার শব্দ রুখে দাঁড়ায়
বলে অত ভালবাসা হারালে কোথায়?
আমি অবাক চোখে ভাষাহীন হয়ে
       নির্বাসনে যাই।


নদীর চরে ভাঁটার জল কি যন্ত্রণা গেছে রেখে ?
  দুচোখে জল দেখিনা হয়তো সুখেরা আছে শোকে।