আরো একটা বিষন্ন বিরহী নির্ঘুমরাত
অপেক্ষা করি সে নামবে চোখের পাতায়;
আগমনী গান তার জন্য বৃথা গেয়ে যাই ।
জানলা দিয়ে হটাত্‍ আধখানা চাঁদ উঁকি মারে
পথ ভুল করে একটা জোনাকী এই বদ্ধঘরে।
বাঁশঝাড়ে যে শব্দ রাতের নিস্তব্ধতাকে বিদ্রুপ করে ।
রবাহুত কুন্দ ফুলের গন্ধ বিক্ষিপ্ত এই মন ছুঁতে চায়।


জানতাম এই তীরে নৌকা বাধা থাকবেনা ।
জোয়ার আসলে বাঁধন ছিঁড়ে এগিয়ে যাবে সুদূরে।
অশ্রুত কান্নাগুলো উপহার দেবো হাসির রাংতায় মুড়ে।
তারপর শত সহস্র্য রজনী শেষে ইরাবতীর নির্জন ঘাটে;
ভরা পুর্ণিমা রাতে তোমার সাথে আমার দেখা হবে।
তোমার আমার না বলা কথা জোছনায় ছড়িয়ে যায় ।
সেদিন ঠিক ঘুমিয়ে পড়ব বধূ হাতে হাতটি রেখে ।