ফেরারি মন একলা এখন
বন্দী করেছি একলা ঘরে ।
ঠিক যেন কোন নির্জন দ্বীপ
স্তব্ধতা মাথা ঠুকে মরে ।


আকাশ থমকে কার ভয়ে
বৃষ্টি এসে পথ যায় ভুলে ।
আজ পাখিরা নিরব কেন
ডানা মেলতে কি গেছে ভুলে।


জানলা দিয়ে রিক্সাওয়ালা
পথের দিকে চেয়ে নিরবে ।
একটা ভাড়া জুটবেনা আজ  
আগামী দিন ভালো হবে ভেবে ।


রাতে মুদীর দোকান খোলা ছিল;
যে যা পারলো ঘরে মজুত করলো।
কাজের বউ ঘরে একা কাঁদছিল
মেয়েটা কি খাবে তাই ভাবছিল?


তবু আশায় আশায় আমরা থাকি
ছোট বঞ্চনায় যদি বিশাল প্রাপ্তি ঘটে।
এই পৃথিবীর আমি যদি কেউ হয়
ক্ষুদার আগুনে করোনার যেন মৃত্যু ঘটে ।