মনের আগল খুলে খানিক বাতাস নিলাম
         এখানে এখনও কিছু বৃষ্টি ঝরে যাচ্ছে।
টুপটাপ করে গাছ পাতার থেকে বৃষ্টি ঝরছে
    শেষফোটা এখনও হয়তো খানিক বাকি।
কাকের ছানাটা অহেতুক ভিজে একাকার
ক্রমাগ্রত ডানা ঝাপটায় অসহায় মায়ের করুণার চোখ।


বুলবুলি আর বুলবুলির ছানা
      জামরুল গাছের কোটর থেকে বারবার দেয় উঁকি ।
বৃষ্টি কি থামল রোদ্দুর নামল অস্থির ছানা!
মায়ের কঠিন দৃষ্টি - না এখনও সময় হয়নি।
রোদ খেলা ডালে ডালে লাফালাফি এখনি নয়...
বুলবুলির ছানার মনে মেঘলা ভিড় করে।


ছেলেটা কুঁকড়ে শুয়ে বাদলা বাতাসে, হয়তো শীত করছে।
হালকা চাদর বিছিয়ে দিতেই আরামের ঘুমে গেল।
কাল বলছিল - বাবা আমাদের স্কুল কি খুলবেনা?
মা'কে হারিয়ে খুব একলা, মা'কে খুঁজে বেড়ায় সবখানে
একা একা এই সেচ্ছা বন্দিত্ব মানতে পারছেনা।
   ওর চোখে চোখ রেখে আশ্বাস দিয়েছি -আমিই তোর সব।