আমার ও ইচ্ছে করে পানকৌড়ির মতন
তোর ভরাগাঙে টুপ করে ডুব দিই ।
অমন করে হাঁসের মতন দুলকি চালে পাখনা ঝেড়ে
মেঘকালো চুল নরম রোদে শুকাই ।


নদীর বুকে ছায়া ফেলে সব সাদা বকের দল  
দুরে কোথায় কোন দিগন্তে গেল?
আমায় দেখে যেই খিলখিল হেসে উঠলি
সাদা মুক্তার দানাগুলো ঠিক তখনি ঝরলো ।


দুদন্ড না দেখলে মন করে আনচান
তোর অমন ঘাসের মতন অবুঝ সবুজ হৃদয় ।  
ফুলের মতন নিস্পাপ হয়ে থাকিস  
প্রেম দিয়ে তুই বিশ্ব কিনিস, তবু তোর বুকেতে ভয় ?