ছন্দে বর্ণে মেঘদূত সীমানা পেরিয়ে যাবে
জন মানবের অন্তরে ঠিকানা খুঁজে নেবে ।
অনেক নামের ভিড়ে নিজেকে চিনিয়ে দেবে
সততা আর বিশ্বাস পরিচয় তার হবে ।


অন্তরে ইচ্ছা হয়ে ঘুমিয়ে যে ছিল
কলম কালি কবি কল্পনায় চোখ সে মেলে দিল
ঝরনার মত অচেনা আনন্দ কোথায় যেন ছিল
শিল্পের  অঙ্গনে  শতফুল ফোটাবে  ।


স্বার্থ ফুরালে কেউ কেউ হাত তার ছেড়ে দেয়
তবু মেঘদূত নিজের গতিতে সমুখে এগিয়ে যায় ।


আলোর প্রদীপ জ্বালাতে জ্বালাতে ঠিক সে পৌঁছাবে
প্রতি মানুষের ঘরে ঘরে  বিশ্বের দরবারে ।
তমসাবৃত মুখে সব আনন্দ সৃজনে মুক্তি ঘটাবে।।