কতটা অবহেলা থাকলে সাধের ডালিম গাছ শুকিয়ে যায়।
কতটা অভিশাপ দিলে হৃদয়ের ভালবাসা পথ হারায় ।
কতটা আগুন ঝরালে সারাজীবনের মতন অঙ্গার হতে হয় ।


কতটা শব্দ ঝরালে সহজ মানুষ পাথর হয়ে যায় ।
কতটা তিক্ততা ছড়ালে অমৃত কলস নীল হয়ে যায় ।
কতটা দুর্বোধ্য হলে কাছের মানুষ দুরের হয়ে যায় ।


কতটা নিংড়ে নিলে চোখের জল শুকিয়ে যায় ।
কতবার চোখের ইশারায় এ পরান ব্যবচ্ছেদ হয়।
মর্গে পাঠালে এ শব দেহের ব্যবচ্ছেদ স্থগিত হয় ।


মেয়ে তুমি কিচ্ছু জাননা !
মেয়ে তুমি এমনিই চলে যাও নদীর মতন ।
চলার পথে পথে কখনো আগুন কখনো আলো রেখে যাও ।