জেগে থাকো আর জাগিয়ে রাখো
উষার আলো মুখেতে মাখো ।
আজ সলতেটাকে উস্কে রাখো
সাথী, ঝড় তুফানের সঙ্গে থাকো ।


হতাশা থেকেই  জন্ম আশা'র
মৌনতা থেকে কথা বলার ।
গাইবো গান শিকল ছেঁড়ার
সাথী আর কিছু নেই হারাবার।


কুরে কুরে খায়, না পাওয়ার ব্যথা ।
তৃষ্ণা ক্ষুদায় বোবা কবিতা ।
ধুঁকে ধুঁকেই মরে জীবনের কথা
বলব কাকে আর শুনবে কে'তা?


ওরা বছর পাঁচেক ঘুমিয়ে বাঁচে
যেন ভাবেতে বোঝায় সঙ্গে আছে ।
শীতঘুম শেষে আবার জাগে
কুহু কলতানে ষড়যন্ত্র রচে ।


পাওনা আমার ঠিক বুঝে নেবো
সকাল সাঁঝে মুখোমুখী হবো ।
রাজপথ জুড়ে মিছিলে মিছিল
শোষিতেরা সব হয়েছে সামিল ।


আজ কবিতা স্বপন গায়েন ( উদয়ন কবি ) র জন্য উৎসর্গীকৃত ।