দুয়ারে এসেছে দাদা আর দিদি
    আপনার ভোট আমায় দিন।
দিয়েছি প্রতিশ্রুতি একশ নয় করব দুশ
    এনেই দেবো আচ্ছে দিন।
ওদিকে কেন্দ্র এদিকে বাংলা
    শুধু চায় চায় মানুষ হাংলা।
কত উৎসব কত যে শিল্প শ্রী
    তাইতো এগিয়ে আমার বাংলা।
    
কত কি করে দিলাম চাকরি
    কত জল কল কত আলো।
বিদেশ থেকে আনবে টাকা
    ওগুলো নাকি সবটাই কালো।
বাক স্বাধীনতায় লাগাম দিচ্ছে
    ঘরের ভিতরে দেয় হানা।
নিরব থাক সরব হলেই
    আমার আছে জেল খানা ।
কেন্দ্র রাজ্য কে কতখানি
    হুঙ্কার করে কাদা ছোঁড়াছুঁড়ি ।
সকালে যাকে বলে হরি
    সন্ধ্যায় তার কোমরে দড়ি ।


ক্ষমতা নিয়ে নিত্য লড়াই
     কত আর ভালো লাগে ?
এবারে মানুষ ভাবছে নতুন কিছু
    নতুন ভোরের স্বপ্নে জাগে;
আনবেই রঙ সোনার ফসলে
    সপ্তসুরের রক্তিম রাগে ।