ইচ্ছাতো ছিল তোমায় রাঙাবো ।
         তুমি এমনি রঙিন নিয়ে সব রঙ ।
সূর্যমুখীর থেকে হলুদ রং নিয়েছি
         মেঘরাজ থেকে নিয়েছি মেঘ রঙ ।
ভোরের সূর্য থেকে লাল রঙ
         পলাশের কাছে আশ্চর্য অভিমানী ।
সবুজ নিয়েছি কচি দুর্বাদল থেকে
          ভোরের শিশির যেন অভ্রখনি ।
প্রজাপতি ডানায় যে রঙের পরশ
          তোমার অঙ্গে অঙ্গে তাই শোভে ।
বালুকাবেলায় জোত্স্না ছড়ানো রঙ
          দুহাত ভরে দেবো ছুটেছি লোভে।
তুমি সবটুকু নিয়ে বর্ণিল হয়েছ
          আমি না হয় দেখবো দুচোখ ভরে ।
তোমার রঙ নিয়ে হারিয়ে যাব
           তোমার মাঝে জনম জনম ধরে ।