এলেমেলো সময় কি কথা বলে যায়।
এগোতে হয় নাকি পিছাতে হয়।
বুঝিনা এ হৃদয় সত্যি কি চাই
তবু ছুটে ছুটে মরি জানতে ইচ্ছা হয়
শেষে কি আছে অপেক্ষায়।


আইন শেষ কথা কয় নাকি মানুষ বলে!
মানুষ আইন বানায়, তাঁর দাসত্ব করবে বলে।
আইন আইনের মত চলে
কিছু মানুষ আছে যারা বুড়ো আঙ্গুল দেখায়
আইন ভাঙ্গে। ছলে বলে কলে কৌশলে।


বটগাছের তলায় আশ্রয় নেয়,
সেই স্নিগ্ধ ছায়ায় ওরা ঠায় পায়।
বটের ঝুরি নেমেছে পৃথিবী জুড়ে
নাম যদিও ওঠেনি বিশ্বের পাতায়।
আঁচলের বসন্ত বাতাসে নিশ্চিন্তে ঘুমায়।


অবাক পৃথিবী হয়ে জনার্দন মাথা চুল্কায়
চোখের সামনে হঠাৎ আঁধার নেমে যায়।
পরিবার সমেত পরিযায়ী হতে চায়।
এলেমেলো সময় কি কথা বলে যায়।
এগোতে হয় নাকি পিছাতে হয়।