দেখা হলে বলে দিও, আছি তার অপেক্ষায় ।


                 ওকে চেনো না ?
ওকে দেখলেই মনে হবে ও ভোরের রোদ্দুর ।
সবুজ ঘাসে শিশির ছড়িয়ে আসে
শরীরে থেকে বকুলের গন্ধ ভাসে ।
ওর দৃষ্টিতে সাত সমুদ্দ্দুরের গভীরতা
ফুল ফুটলেই যেমন ভ্রমর বুঝতে পারে...
ঠিক তেমনি ও তোমার কথা বুঝে নেবে ।
বাহারি প্রজাপতি কে জিজ্ঞাসা করলেই...
            বলে দেবে ওর ঠিকানা।


যেখানে কাঁঠাল ছায়ায় অনবরত পাখি ডাকে
সেইখানে ওর ঘর, ঠিক যেন বাবুইবাসা ।
রাতে পাহারায় থাকে টিপটিপ জোনাকীরা ।
ও যখন হাসে ওর উঠানে নদী আসে
ওর কান্নায় বৃষ্টি অঝোর ধারায় ঝরে
ওর মুখভারে দিবাকর নেয় ছুটি ;
ওর হৃদয় যখন তোলপাড়, তখন ঝড় ওঠে ।
ওর মিষ্টি গানের সুরে ফুলেরা ফোটে-
আর কোকিলেরা কুহু ডাকতে ভুলে যায় ;
ও দুহাত বাড়িয়ে যখন আলিঙ্গনে ডাকে -
ধানের বুকে তখন মধু জমে ওঠে ।
ওকে চিনে নিতে একটুও দেরী হবেনা ।
               দেখা হবেই .........

দেখা হলে বলে দিও, আছি তার অপেক্ষায় ।