বিশ্বজুড়ে চলছে একটাই খেলা
আপামর জনগণকে অন্ধকারে ঠেলে দেওয়ার।
ক্ষমতা যার যতটুকু আছে খর্ব করো
একে একে করে তুলতে উৎকৃষ্ট ক্রীতদাস ।
আমাদের জন্য বাড়ি বানাও
দামী দামী পোশাক বানাও
আমাদের ছলেমেয়ে গুলোকে মানুষ করো
ঝড় বৃষ্টি ঘামে বীজ বপন করো
সোনালী ফসলের ঢেউ তুলে কর শস্যশ্যামলা।
আমি এবং আমার উত্তরপুরুষেরা
নিশ্চিন্তে বসবাস করবার নিরাপত্তা এনে দাও।


তোমরা ভুলে যাও নিজেদের পরিচয়
তাই তালা ঝুলিয়ে রেখেছি শিক্ষার দরজায়।
অঙ্ক ভুলে যাও ... ইতিহাস ভূগোল ভুলে যাও...
ভুলে যাও সংস্কৃতি ... ভুলতে থাকো নিয়ম নীতি
যা দেখাব তাই দেখবে
যা শেখাব তাই শিখবে
গাইলে আমার গুণগান গাইবে
খুদ কুড়ো ছাদ আমিই সব দেব
বেঁচে বর্তে থাকাতে তোমাদের অবদান ভুলবোনা।
মুখের হাসি বেচে অদৃশ্য শিকল সবাই পরে নাও ।