কোথা থেকে এলে ? বাতাসে উড়ে এলে
সাথে করে ভোরের শুভেচ্ছা এনেছো
তোমার দুডানায় আকাশের গন্ধ তাই না ?
চোখের কাজল নিয়ে মেঘলা হল দিগন্ত
শাড়ির আঁচলে বিদ্যুত ঝিলিক আটকে
তুমি জানো না ? জানতেও চাওনি
প্রথম বৃষ্টি ফোটায় রক্তগোলাপেরা হাসছে
শুধু একটু তোমার পরশ পাওয়ার জন্য
তবু যে কটা কাঁটা ছিল ঝরেছে নিরবে
তুমি তো সবটাই জানো অন্তর্যামীর মত
তাই নিতান্ত বাঁকা নজরে দেখছিলে
পরে আবার আলতো ছুঁয়ে দিয়ে গেলে
ক্রিসমাস ঝাউ-এর আজ খুব সুদিন
কিছুতেই তার পা মাটিতে পড়ছেনা
নরম হাতের ছোঁয়াতে মাটিতে ঠায় পেল
পবিত্র হস্ত মাটির আদর লেগে একাকার
তার দেওয়া জলধারায় স্নান করে নিল ।


আকাশগঙ্গায় আলোক বিচ্ছুরণ করতে
আবার কি ফিরে যাবে মেঘের দেশে?