প্রিয় আমার কেন যে আমায় স্মরণ করাও
বারবার প্রতিবার হারিয়ে যাবার ভয় দেখাও।


সত্যি বলছি, হারিয়ে যেতে আমারও ইচ্ছে করে।
ওই দূরে কাছে দেশ বিদেশে পথে প্রান্তরে।
সেই পথে যে মিছিল। সেই মানুষের ভিড়ে।
ওদের ঘাম ওদের রক্ত মাটির গভীরে মিশছে
ওদের কান্না প্রতিনিয়ত কপোল বেয়ে নামছে ।
না'বলা যত কথা না প্রকাশে ওরা সব্বাই পাথর
জীবন কাবার জোগাতে অন্ন বস্ত্র আর খাবার।
শিক্ষার দরজায় অদ্ভুত কায়দায় ঝুলিয়ে দিচ্ছে তালা
নিত্যদিন দূর ছাই দূর ছাই, ভিখারি সব যা যা পালা।


ওদের জন্য চলোনা, আমরা একটা কিছু করি।
পাশে থাকার অঙ্গীকারে মানুষটাকে তুলে ধরি।