আমার আমি কে ছাড়তে পারছিনা কিছুতেই
       অথচ একদিন সব ছেড়ে যেতেই হবে ।
আমের মুকুলে বাঁকা হয়ে রোদ্দুর পড়েছে
    তাইতো ভ্রমর গুনগুনিয়ে গান ধরেছে সবে ।
বুকের ব্যথায় এখন আর তেমন কষ্ট হয়না  
       অনেক ব্যথা এখন হয়েছে গা সওয়া।
বৌমা বারে বারে হাসপাতাল থেকে ফেরে
       নতুন এক এক হল্লা ভর্তি পরে হওয়া !
কি যে করি কোথায় যায় শুধুই ভেবে মরি
    তাঁর যে এখন তখন অবস্থা কেউ কি জানে?
বিদেশে জামাই এখন নাকি পেয়েছে ভিসা
      মেয়ে মুচকি হাসে দুবছরের অদর্শনে ।
এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি হলো শুরু
      বউ বলে অনেক হলো এবার ঘুমোও।
ঘুম আসেনা রাতের বেলা কি যে অসুখ আমার  
       ভয় হয় ঘুমালে যদি আর না ঘুম ভাঙে।