চলে গেলে আলোর জগত থেকে হটাত্‍ কোথায় উধাও ।
যে আলো শরীরে লেগে বিচ্ছুরিত হতো চোখ থেকে চোখে।
এখন কী  সে আশ্রয় নেবে?  দূর আকাশের নিহারিকা পুঞ্জে।
স্তিমিত করি আলো নিরেট অন্ধকারে একলা দাঁড়িয়ে খুঁজি,
হীরকদ্যুতি সেই চোখ শঙ্খমালার মতো একরাশ মুক্তো হাসি ।
সব সবটাই কী হারিয়ে গেছে ! না না সবটাই হারিয়ে যায়নি ।
যে দৃষ্টি বুকের ভিতর উদোম উত্তাল একটা ঝড় উঠিয়েছিল ...
যে পরশ শরীরে সেতারের তারে তারে এনে দিত ঝংকার
হাসির ফোয়ারায় যোগ দিতে উত্সুক হতো জলতরঙের সপ্তসুর ...
এসবতো এখনো আছে! হ্যাঁ, এখনো আছে হৃদয়ের প্রতি স্তরে
অদ্ভুত আলো ছায়ায় প্রতিবৃত্তে বাসন্তিকা বাতাসের হৃদস্পন্দনে।
প্রকৃতির সকল খেলার সাথে সাথে রয়ে গেছো হয়ে অনন্তরূপা ।