গদ্যে যে চোখের জলটা ঝরে
পদ্য পাঠেও সেই জলই ঝরে।
এক হৃদয় হতে একই নোনাজল
তবে কেন তর্কে মাতে স্বর্গ মর্ত পাতাল।
যেন এক অন্যের পরিপূরক
চন্দ্র যদি পদ্য হয় গদ্য তবে সূর্য।
একের বিদায়ে অন্যে জেগে থাকে
তবেই তো বাজে দিনরাত্রির তুর্য।
যদি ভাবি নদী এক নারী
তবে পুরুষ মৌনী পাহাড়।
একের শরীর অন্যে ঘিরে
গদ্য আর পদ্যের অনন্য সমাহার।
দুই যে ওরা হৃদয়প্রসুত সৃষ্টি
এই সমাজের সকল কলা কৃষ্টি।
প্রকাশভঙ্গী তার ভিন্ন ভিন্ন বৃষ্টি
ঝিরঝির ঝমঝম ভাবনাতে দূরদৃষ্টি।
এতো সবার জানা বিখ্যাত কবিতায়
'ক্ষুদার রাজে পৃথিবী গদ্যময়'।
'আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে'
গদ্য পদ্যে ভীষণ বোঝাপড়া তাই যায় অভিসারে।