নোতুন করে নোতুন ভাবে
    হচ্ছে আবার বাংলাভাষার অবমাননা।
তুমি আমি দেখে আপ্লুত হয়ে যাচ্ছি
মুখের হাসি মুখে ফুটিয়ে রাখছি
দুহাত দিয়ে করতালি দিচ্ছি
আড়াল হলেই ন্যাকার ও দিচ্ছি
প্রতিবাদের ইচ্ছাটুকু দমন করছি।
প্রবল চিৎকারে ফেটে পড়তে চায়ছি
   অন্তরেতে রক্তক্ষরন আর রোধ করতে পারছিনা।


কাজ চাইছি। বেকার হাতে কাজ চাইছি
     দিচ্ছি দেবো শুনছি হাতটা উপুড় হচ্ছেনা।
মিটিং মিছিল দল তরতর করে বাড়ছে
তবেই কিছু হবে, এমন আশ্বাস আসছে।
দুবেলা দুমুঠো ভিক্ষাতে কিছু জুটছে ।
আগুন গ্যাসে জন জীবন খাক হচ্ছে
তবু আমার শহর দুই রঙেতে সাজছে
শ্রী'র উপর শ্রী নিয়ে সাগর পাহাড় হাসছে।
     আর কতকাল এমন করে থাকব জানিনা।
অন্তরেতে রক্তক্ষরন আর রোধ করতে পারছিনা।