সকল হতেই ঘুম জানলা দিয়ে ফুরুত উড়ে গেল ।
এবার কি তোমার ডাক আসবে কিন্তু আসেনা ।
জানলা দিয়ে আকাশ সূর্য রাগে রেঙে উঠছে ।
এখনো কি তোমার ঘুম ভাঙেনি? কখন ডাকবে ;
ঘরের ভারী পর্দাগুলো সন্তর্পনে সরিয়ে দিলাম ।
এবার হয়তো তুমি ডাকবে, কই ডাকলেনা তো ?
বিছানা শুনশান তবে কি অনেক ভোরে উঠেছ!
গেলে কোথায় ? ছাদে নাকি ফুলের বাগানে ;
এইতো সেদিন বলছিলে কোমরে ভীষন ব্যথা,
মাটিতে পা রাখা দায়। তেপায়া লাঠিতেই ভরসা।
সুগার নেই তোমার কাপে দুচামচ চিনি দিলাম
এই হালকা শীতের সকালে চা'যে জুড়িয়ে গেল ;
নতুন বাঁধানো ফটোতে রোদ্দুর পড়তেই চমকাই
তুমি যেন বলছো এখন যে আমি অন্তরে বাস করি ।