১) তোমার কাছে শুধু চেয়েছি প্রেম, দিয়েছ ভরে এ প্রাণেতে প্রেম ।  
    
২) নারী পুরুষ নির্বিশেষে তোমায় খুঁজেছে, ফেরাওনি কাউকে সবাই পেয়েছে।
  
৩) অমৃতধারা পান করে গেছি অকাতরে, এবারে গরল দিও অন্তরে ।


৪) তোমার সন্ধানে বন বনান্তরে, হারিয়ে গিয়েছি গিরিখাতের গভীর আঁধারে।


৫) এই হৃদয়ে তোমার বিহনে দাবানল, নেভাতে ঝরাও বৃষ্টির জল ।


৬) সমুদ্দুরের গন্ধ ছিল তোমার শরীরে, আগ্নেয়গিরি হয়ে পুড়েছি প্রান্তরে।


৭) ছিলে ঘুঙুরের তালে জলসাঘরে, জনসমক্ষে চুপকথা বলি কি করে?


৮) একটা নদী অন্য নদীতে মিশছে, তোমার প্রেমিক প্রতীক্ষাতে আছে।


৯) বাড়বাড়ন্ত যখন হাঁড়ির ভাত, তখন রেখো আমার মাথায় হাত ।