স্ফটিকসম জীবন আর কঠিন থেকে কঠিনতর ।
              ক্রমশ শ্বাস কষ্ট হচ্ছে ।
বানজারা হয়ে যাচ্ছে সাধের নরম সবুজ মাটি ।
             বাঁচার রসদ কমে যাচ্ছে ।
অর্কিডের মতন হয়ে যাচ্ছে ক্রমশ সম্পর্কগুলো
            প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে ।
উইপোকার মতন কিছু মানুষ অতি দ্রুততার
          সাথে বিত্তের পাহাড় গড়ছে।
অভুক্ত মানুষগুলো আজ উদ্বিগ্ন দিশাহারা হয়ে
          আলোর রাস্তা খুঁজে মরছে।
বঞ্চিত যারা তাদের স্তুপাকার মৃত হাড় এখন
          আগুনের অপেক্ষা করছে ।