কবিতা
হারিয়ে গেল ।
যতনে শব্দ চয়নে
যখন সে সাজসজ্জায় অপরুপা।
ঠিক তখন প্রবল ঝঞ্জাতে এলোমেলো;
ক্রমশ হারিয়ে যেতে যেতে মিলিয়ে গেল ।
দুহাতের উষ্ণ আলিঙ্গন অশ্রুজল সব মিথ্যে হলো ।
একরাশ অন্ধকারে এক একা আমি যেন পথহারা পাখি ।
কেউ নেই, নেই কোথাও কোনো আলোকরেখা, আকাশে চোখ পাতি ।
অপ্রকাশিত নতুন তারা উজল হয়ে বলে - আমাকে নিয়ে কবিতা লেখো ।