নন্দিনী তোমায় ভালবেসে আমি কি অপরাধী?
প্রত্যহ কুরে কুরে খায় এক অমবস্যার রাত ।
জেগে থাকি নষ্ট হই ফুরায় কর্পুরের মতন ;
একবুক আকাঙ্খার চুরমার হয় নিঃশব্দে...


নন্দিনী তোমায় ভালবেসে আমি কি অপরাধী?
শুধু একবার দেখবো বলে দাঁড়িয়ে থাকি
পাশের ল্যাম্পপোস্ট হয়তো লজ্জা পায় ।
অমূল্য সময়গুলো মিলিয়ে যায় নিঃশব্দে...


নন্দিনী তোমায় ভালবেসে আমি কি অপরাধী?
গান শুনবো তাই ছুটে যায় শ্রুতিঝন্কারে ;
গীতবিতানের প্রতি পাতা উল্টাতে থাকি ,
যত্নের আখরগুলো বিদ্রুপ করে নিঃশব্দে...


নন্দিনী তোমায় ভালবেসে আমি কি অপরাধী?
নিজের ভিতর আমি নিজেকে খুঁজে পাইনা;
তোমাকেই দেখি আমার ভিতর বাহিরে ;
মাঝে মাঝে ইচ্ছা হয়, তাই হারাই রাতের তারায় ।