এ এক অপূর্ব সকাল
আকাশে হেলান দিয়ে আকাশচুম্বী ঘুমায়,
রক্তিম কুসুম ছড়ানো নভোমণ্ডলে
    আড়মোরা ভাঙে শহর ,
    তুমি জেগে সকাল দেখো ।
একটা দুটো চায়ের দোকানে
মাটির ভাঁড়ে চায়ের বাস্পীভূত শরীর ।
নিত্য দেখা ঘুমন্ত শিশু সাইকেলে স্কুলে যায় ;
বাবার জামা ধরে পিছনের সিটে অভ্যাসের বসে ।
তীব্র স্বরে বাঁশি বাজিয়ে বাড়ির সম্মুখে উপস্থিত
কাল শরীর খারাপ ছিল আসতে পারেনি শ্যাম;
       আস্তাকুঁড় জমেছিল পাহাড় প্রমান ।
একরাশ ঘুম চোখে নিয়ে মেয়ে বাড়ি ফেরে
সারারাত দৃষ্টি রেখেছিল কম্পিউটার স্ক্রীনে।
বাড়ির ছাদে একদল কাকেদের নিরব সভা        
       হটাত কর্কশ রবে সবাই ছত্রভঙ্গ !
বাড়ির বয়স্ক মানুষটা সারারাত
মৃত্যযন্ত্রনায় ছটফট করেছে
       হয়তো এবারে সে মুক্তি পেল ।
পাশের বাড়িতে রেডিওতে গান বাজে
       '' যদি বন্ধু হও''