আমার নতুন কবিতায় বড় রোদ্দুর
চোখ আমার ধাঁধিয়ে যাচ্ছে।
তুমিইতো বলেছিলে বৃষ্টি আনবে
চোখের কাজল কী একটুও নেই?
একটু ছায়া ও তো দিতে পারতে
তোমার হৃদয় আঁচল ছড়িয়ে দিয়ে।


আজ তুমি যেনো অর্কিডের মতন নিষ্ঠুর
শুধুই কাঁটা আর কাঁটা যন্ত্রণা দেয়
লাল রক্তের মত কিছু ফুল ফুটে থাকে।
টকটকে লাল খয়েরী হয়।
উষ্ণতা শুধু জাগিয়ে রাখে ঘুম আসেনা।
দিন কেটে যায় রাত্রি কাটেনা।


তুমি আমার অনুভবে অর্কিড
আসলে তুমি হৃদয়বিদারক ক্যকটাস।
যদিও কোন শিকল নেই
শুধু অস্থিরতা এপাশ অপাশ যাতনায় কাতর
প্রশস্ত উদার নীলাকাশ তবু মুক্তি নেই মুক্তি নেই।
ছাড়াতে পারিনা জড়িয়ে ধরে অর্কিডের মতন।