হাওয়াতে ভেসে গাড়ি থেকে মাটিতে পা ।
হাঁটুর পুরনো ব্যথা সেটা এক্কেবারে গায়েব;
দমকা আগুন গাড়িটাকে গোগ্রাসে গিলছে ;
শরীরে লাগেনা বিন্দুমাত্র সেই আগুনের আঁচ।
অনন্য এক অনাস্বাদিত অনুভুতি ঘিরে আছে ।
দিন নাকি  রাত্রি? আবছা আলোছায়া পরিবেশ;
চাদরে ঢাকা সেই যাত্রী সম্মুখে দাঁড়িয়ে সটান ।
চমকে গেলেও প্রশ্ন করি-তুমি কে? আমি কোথায়?
কোনো জবাব না পেয়ে, নিজেই চুপ করে যাই।
হয় সে কানে শোনেনা,নয় আমার শব্দে স্তব্ধতা।


মুহুর্তে সেই ছায়ামূর্তি ক্রমশঃ ছোট হতে থাকে,
একশিশু হয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে।
ডান হাতের বাহুতে লাল রঙের একটা জরুল;
যেমনটা আমার বাহুতে,তার মুখের হাসি বিকট;
                 তারপর ...