অসম্পূর্ণ একটা গল্প
নায়ক শুধু নায়িকাকে ছবিতেই রেখে দিল ।
ওদের দুজনে দেখা হতোনা,তবু গল্প হতো  
গান শোনাতো, কিন্ত একথা কেউ জানতনা ।


নায়ক স্বপ্নে তার সাথে হাত ধরে
চলে যেত পাহাড় নদী জঙ্গলে ।
নায়িকা শুধু শুনতো দেখতো মুগ্ধ হতো ।
কখনো ঘুমে,জাগরণে কখনো কবিতায় ।


একবার ওরা চলে গিয়েছিল অনেক দুরে
চড়াই উতরায় পেড়িয়ে উঁচু এক পাহাড়ে
সবুজ পাইনের জঙ্গল করছিল রোদ্দুর স্নান ;
অচেনা পাখির কল্লোলে নিস্তব্ধতা ভাঙ্গছিল ।


নায়িকা জলের তৃষ্ণায় হয়েছিল কাতর
নায়ক ছুটলো ঝরনার খোঁজে পাহাড় চূড়ায়
কি মনে করে নায়িকা ডাকে -যেওনা ফিরে এসো
চকিতে ফিরতেই নায়কের পা পিছলে যায় ...