অসমাপ্ত গল্পের মতন
রাতে নদীর ধারে এক ছায়ামূর্তি ।
বরষায় নদীর পাড় ভাঙছে
তলিয়ে যাচ্ছে পুরনো বটের ছায়া ।
গতকাল নদী গোগ্রাসে গিলেছে
আমাদের গ্রামের বহু প্রাচীন ইস্কুল।
অনেক স্মৃতি এক নিমেষে
তলিয়ে গেল উচ্ছসিত নদীর বুকে।


খরস্রোতা নদীর শব্দ ছাপিয়ে
বলে ফেললাম - তুমি কে বাছা?
এত রাতে একা দাঁড়িয়ে অন্ধকারে
এমন তীর ভাঙা নদীর ধারে?
মূর্তি কোন কথা বলে না
নীরব নিথর বাতাসে তার চুল ওড়ে ।
ক্ষণিকের বিদ্যুৎ চমকে দেখি
আমারই প্রতিবিম্ব,শব্দবিহীন ঠোঁট নড়ে ।


সে ছায়ামূর্তি দু হাত বাড়িয়ে রেখেছে
সম্মোহিতের মতন এগিয়ে চলেছি।
হাতের স্পর্শ পেতেই আলোকিত এক দেশ
তারপর, অসমাপ্ত গল্পের মতন হারিয়ে গেছি।