একটুকু ছোঁয়া হৃদয়ে শিহরন
সেই স্মৃতিতে এখনও বিচরণ।
অপূর্ব রক্তিম ছিল সে বিচ্ছুরণ
জানি সে আমার‍ স্বেচ্ছা সহমরণ ।
বেঁচে আছি শুধু শুনব বলে
     এই আমায় ছাড়া তুমি কেমন আছো।
যাকে ঠেলে দিয়েছ অন্ধকারে
     আমিও চাই আমায় ছাড়া তুমিও বাঁচো ।
গলে গলে ফুরায় কোজাগরী পূর্ণিমা
বিরহ বেদনায় ফুল যায় ঝরে ঝরে ।
দূর থেকে আরো দূরে দূরে যাও সরে
রাতের রজনিগন্ধা তবু খুঁজে ফেরে ।
প্রেম করে নিজেকে হারিয়ে ফেলেছি
তুমি জিতে গেছে অনামিকা।
যে স্বপ্নগুলো একে একে বুনে গেছি
তারা একত্রে বলে - আমি কি বোকা!