মন চাই মুক্তি
দেবে মুক্তি, শিকল ভাঙা এক সোনালী ভোর ।
সবুজ ধানে ঢেউ খেলে যাওয়া নির্মল বাতাস ।
দুধ সাদা পাখনা মেলে দেওয়া বকের সারি ।
অন্যের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়া,
আলপথ বেয়ে যাওয়া নিস্পাপ মেয়েদের দল।


পৃথিবী ফিরুক নিজস্ব ছন্দে
রঙের ছোঁয়ায় আবার শরীরে ফিরুক আবীর গন্ধ ;
সবজি বিক্রির ছেলেটা আবার হেঁকে যাক তার সুরে;
ভোরে ফুল তুলতে আসা বুড়িটা চোরা ভঙ্গিতে আসুক ;
শুনশান রাস্তায় আবার আসুক সেই রঙিন বেলুনওয়ালা,
যাকে দেখে জুলজুল চোখে মেয়েটা বেলুন বায়না করবে।


নিমেষে কেড়ে নেওয়া সেই সম্পদ সকল
এই দুই শুন্যহাতে দেবে ফিরিয়ে ...
এই উৎকণ্ঠার দিন-রাত্রি চাইনা
ফুল্লরার বারমাস্যার মতন অভাবী দিন ফেরত দাও ।