দিনের সুর্য ঢেকে দিলে তোমার ঘন কালো এলোচুল খুলে
সাত তারাতারি স্বাহার কাছে গেল দিনমনি।  মুখ লুকিয়ে  
               আকুলিবিকুলি মন আজকের মত ছুটি নিয়ে।
ফনিমনসার কাজল পরে যাবে নাকি শ্রীরাধা অভিসারে
বুকের ভিতর চলছে নাকি উথাল পাথাল গুরুগুরু ধ্বনি।
            শব্দ ভয়ে খুলে রেখেছ নাকি নুপুর দুখানি।
পড়েছ কি শাড়ী সেই নিলাম্বরী যেন সমুদ্র ভ্রমে অম্বর
অপরুপ কপালের টিপ যেন ব্যকা এক তরোয়াল খানি
            থেকে থেকে সেও দেয় আনি বিজুরি চমক হানি ।
ফেলেছ কি জল, নিয়েছ কি কাখে শুন্যকলশি ওগো শ্যামসোহাগি
ছল করে জল আনতে এই ভাদরে অমা'রজনীতে যাও কি যমুনা,
            বাশি যে বাজায়না আর শ্যাম, রাধা যমুনাতে যেওনা।