দে দে সখী
আমায় সাজিয়ে দে
কবরিতে মালা পরায়ে দে
নীলাম্বরী শাড়িতে সাজায়ে দে
ওষ্ঠরজনীতে ঠোঁটটি রাঙায়ে দে
জানিস ন্‌ আমি অভিসারে যাবো।


সখা আমার কদমতলে মধুর সুরে বাঁশি বাজায়।
নীল যমুনার কালোজল ধেয়ে সুদুরে যায়
মিলন হবে বলে কবে থেকেই দিয়েছে ডাক
কি করে ঘরে থাকতে পারি বল,
কোন কাজেই যে আর মন সরেনা
শুধু বারবার মনে হয় তাঁর কাছেই ছুটে যাই।


দে দে সখী দে
অঙ্গসুরভীতে মন মাতায়ে দে
কোয়েলার কুহুতান মন করে আনচান
নূপুরের শিঞ্জিনী আর যে প্রাণে সহেনা সখী
মন অঙ্গনে ঝরে বরিষণ,তাঁরই দিকে ধেয়ে যায়।
কেন? জানিস নে, আমি অভিসারে যাবো।