একটা
অভিমানী পাহাড়
মুখ ফিরিয়ে নিয়েছে ।
সে এখন আকাশ দেখছে ।
বন্ধু নীলসমুদ্র প্রহর গুনে চলেছে ।
ছোট ছোট ঢেউ তুলে পাহাড়কে বলে-
তোমার সাথে আমার সখ্যতা সাত জন্মের ।
দুঃখ সুখের বার মাসের গল্পের মতন কথাকলি ।
অমন করে নীলাকাশকে দেখনা, ওর কাছে শুধুই শুন্যতা।
আলো অন্ধকারের মতন জলজ্যন্ত পূর্ণতায় তোমাকেই দেখি ।