বাছা আমার শুয়ে আছে পলাশ গাছের নিচে
      পলাশের দিন আনবে মনে ছিল তাঁর আশা ।
তোর শরীরে ক্ষত গুলো কত কথা বলছে যেন
      পাঁপড়িগুলো মেলে ধরছে যন্ত্রণাতে তোর ভাষা ।
      
কারা যে তোকে এমন করে
          এক্কেবারে ঘুম পাড়িয়ে দিল।
সেদিন থেকেই খুঁজে বেড়ায়  
          কোথায় ঘুম হারিয়ে গেল ?
তাই মরনকালে জেদ ধরেছি  
          দুই চোখে দেখ ঝরছে আগুন ভাষা ।    


ওরা আমায় আঙ্গুল তুলে শাসায়
          লাশ যেন না কেউ ছোঁয় ।
তিনকাল গিয়ে এককাল ঠেকেছে
       আমি মা, আমার কিসের ভয় ?


তোর স্বপ্ন আশা এখন আমার কাঁধে
         শেষ না দেখে মরবনা বিচার চাই ।
পলাশ রঙে বাঁচার চিহ্ন আঁকছি
         বাঁচবি যারা মানুষ দেখবি যদি আয় ।
তাই মরনকালে জেদ ধরেছি  
          দুই চোখে দেখ ঝরছে আগুন ভাষা ।