চলো যাব হাতে হাত ধরে
সামনে সবুজ প্রান্তর ডাকে ।
আয় ছুটে আয় আয় সবাই
সজনে ফোটা পাথের বাঁকে ।


ওই যে হলুদ সরষে ফুলে
মিশে গেছে আকাশ নিলে।
প্রজাপতিরা পাখনা মেলে
ইচ্ছা করে মিশি ওদের দলে।


এখন নদীর জল কোথায়
নির্জন কোন সাঁকো এখন ।
হাঁটু জলে এপার ওপার
নদী যেন বন্ধু রুপেন ।


মনে হয় ভালবাসার মাস
উপছে পড়েছে শিমুল পলাশ ।
এতো আগুন শরীর জুড়ে
কিযে করি প্রিয়া পরবাস?


হটাত শুনি কান্না হাহাকার
বাঁধের ধারে ওদের ঘর।
সে আর নেই এসেছে খবর
খোকারে...ভাঙল বুঝি পাঁজর।


চাঁদ সূর্যের কি যায় আসে ?
তাই উদয় অস্ত সময় ধরে ।
সামনে দিন লড়ায় কঠিন
জাগবো খণ্ডিত নয় পূর্ণ শরীরে।