জীবনের সাথে জীবন করে যে যোগ
সমাজের সাথে থাকে সে সদায় পাশে ।
কৃষ্টিতে আনে নবজীবনের স্বাদ
নাম তার পারিজাত, নাম তার পারিজাত ।


পায়ে পায়ে হেঁটে এসেছি কতটা পথ
বন্ধু তোমায় কাছে পেয়ে, কেটেছে আঁধার রাত ।
আজ কেন আছো দূরে, কাঁধেতে মেলাও কাঁধ ।
নাম তার পারিজাত, নাম তার পারিজাত ।


আলো হাসি আর গল্প কবিতা গানে
এই পারিজাত জীবনে জোয়ার আনে ।
এসো এই প্রাঙ্গণে, আনতে নতুন প্রভাত ।
নাম তার পারিজাত, নাম তার পারিজাত ।