ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ?
আকাশগঙ্গা দেখব দুজনে মিলে;  
কালপুরুষ আর সপ্তর্ষিমন্ডল সাথে লুব্ধক ও।


চকোর নাকি অনেকদিন উপবাসে?
চক্ষুর অন্তরালে ফোটা হাসনুহেনার গন্ধ,
রুপোলী জোত্স্না শুষে নিছে মিথুন রাশি ।


শরীরে ফুটেছে নাকি পারিজাত ?
অসুর্যস্পর্শা হয়ে গেল বিরহ বেদনা চিরতরে,
ছায়াবিহীন অবয়ব নির্মল বাতাসে ভাসমান ।


কাল পেঁচার ডাক নাকি অমঙ্গল ?
কন্টকাকীর্ণ এই শরীরেও ভালবাসার চিন্হ ;
তুমি মিথ্যে, সত্যি হয়ে গেছে প্রেমগাঁথা ।