একদিন সব গান থেমে যাবে
এই কোলাহল ধীরে হবে অপসৃয়মান
পাখিদের পাখপাখালিতে নিঃশব্দে ঝরবে পালকরাশি
বাতায়ন পথে চেয়ে চেয়ে কেমন ঝাপসা হয়ে যাবে দিগন্ত ।


একদিন নদী এসে থেমে যাবে
কিছু গোপন কথাকলি কয়ে যাবে আপনমনে
মাটির নিচে গভীর ঘুমে আচ্ছন্ন যাপিত জীবনের মানুষটা
মাটির উপরে জংলী ঝোপ ভুল করে ফুল ফুটিয়ে সুবাস ছড়ায়।


একদিন ঘন বরিষণ স্তব্ধ হয়ে যাবে
ঘোলা জলের শান্তি ধারায় হয়তো জেগে দেখব
এই দেশ এই মাটি আমার অচেনা সকলেই অপরিচিত
বাস্তুসাপেরা নিশ্চিন্তে ঘুরে বেড়ায় চলে এলাকা দখলের লড়াই ।


একদিন বকুলের গন্ধ চিনে খুঁজে নেব
হয়তো চিনবে নয়তো চিনবেনা তবু কাছে যাব
শ্রাবণ ছুঁয়ে হেমন্ত ধরে ফাগুনের দিনে পলাশের রঙে
আমিও হয়ে যাব স্বর্গের পারিজাত তখন প্রিয় ঠোঁট ভিজিয়ে দিও।