জীবন   অঙ্গন  জুড়ে   শুধু  জীর্ণপত্র
মঙ্গল  কলস   জানি  তুমি  একমাত্র ;
কুসুম  চয়নে  হয়ে  গেছে  বেলাশেষ
সাঝের আলোতে মিশে ক্লান্তি একরাশ;
প্রদীপ  শিখার  মতো হৃদয়ে কাঁপন
দুয়ার ভেদিয়া  প্রিয় এলে  কী এখন;
কুসুমে পূজিব  এনেছি  অর্ঘ সাজায়ে
বসন্তে রোদন পুষ্প গেছে যে শুকায়ে ।


জীবন অঙ্গনে  বহে  চলে  ফল্গুধারা
বরীষ সিঞ্চনে তুমি   যে  পাগলপারা;
এখনো তমসা  এখন  দ্বিধা  রিক্ততা
যামিনী  চন্দ্রমা   উপবাসী   অপূর্ণতা;
নিমেষে  প্রস্থান  পৃথিবী  যেন বেবাক
আঁখির  ধারায়  শুষ্ক  পথের  পথিক ।