পাথরকুচির পাতা থকে বেড়িয়ে পড়ছে শিশু পাথরকুচির শিকড় ;
শিকড় ধীরে ধীরে খুঁজে নিচ্ছে এই পৃথিবীর ধুসর ধূলিকণা মাটি ;
মাটি তাকে আশ্রয় দিয়ে শিখিয়ে দিচ্ছে বাঁচতে হলে করো লড়াই;
লড়াই করে গভীর আঁধার থেকে শুষে নাও কোমল জলজতা ;
জলজতায় শুধু তৃপ্ত হয়োনা সূর্য থেকে ছিনিয়ে নাও সৌরশক্তি ।
সৌরশক্তিতে তোমার শরীরটা একটু একটু করে করো বিকশিত ;
বিকশিত করো পত্র পুষ্পমণ্ডলী, নির্বিকারে পৃথিবীকে দাও উপহার ;
উপহারে সমৃদ্ধ আগামী বংশধর বহন করবে যুগধরে তব পরিচয় ।