ক্রমশ আশার আলো জ্বলে থাকা দীপখানির আলো ক্ষিয়মান
দিনের আলো যেমন হয় ক্ষয় সন্ধ্যার অন্ধকার পরশে ম্লাণ ।
একটু একটু করে প্রাণতরী বাওয়া নৌকাখানি অপসৃয়মান
ছোটবড় ঢেউগুলো পার হয়ে দূরে নীলিমায় হারানোর টান ।
কারোর ডাকেই আজ বুঝি সাড়া দিতে ইচ্ছা করছেনা প্রাণ
তবে কেন ধনুক ওষ্ঠ কখনো কখনো হয়ে ওঠে মৃদু কম্পমান ।
পৃথিবীর কাছে সব হিসাব নিকাশ চুকিয়ে নেবার সময় আসন্ন!
এটাও ঠিক এই পাঠশালার শেষ পাঠ মৃত্যুতে হয় অবসান ।