আকাশে চোখ রেখে, মেঘভাঙ্গা রোদ্দুর দেখেছ ?
এই মাটি ও কাঁদে, মাটিতে কান পেতে শুনেছ ?  
নদীর গহীনে ডুবে দেখনি, সেও ফিসফিসিয়ে বলে ;
ঢোলকলমি ও দোলনচাঁপা দেখে নিজেই ওঠে দুলে ;
গোধুলিতে লালিমা ছড়ায়, তখনিতো কনেদেখা ক্ষণ ;
জানো, হাঁসেরা মুখ ডুবিয়ে কিযে খোঁজে সারাক্ষণ ;
কোন সে বাতাসে ফুলেরা ফোটে অনুভব করেছ ?
আমের বোলে কারা ভিড় করেছে, সে দৃশ্য দেখেছ ।


দেখনি যখন আকাশ মাটিতে ঝোঁকে দিকচক্রবালে  ;
চেখে দেখেছ, খেজুর রস কনকনে শীতসকালে ?
কিচ্ছু দেখনি তুমি কিছু শোননি কিচ্ছু খবর রাখনি  
তুমি জাননা রক্তকরবীর মালাতে তমিইতো নন্দিনী ;
চোখেতে চোখ রেখো শিখো ভেজা কুয়াশায় পথচলা
আমি না হয় হয়েই থাকলাম চিরকালের পথভোলা।