যে তোমায় কাঁদিয়ে বেড়ায় দাওনা তাকে ছেড়ে,
তার থাকা আর না থাকাতে গিন্নি কাঁদেন রান্নাঘরে ,
তবু জনতা স্বপ্ন দেখে, সেই আচ্ছে দিনের তরে ।।


সে জামার উপর জামা পরে রূপে মনোহরা
আমিষ আর নিরামিষে জাগিয়ে রাখে পাড়া
নাগাল তার পায়না মোটে খুব সাধারণ যারা।।


গরমভাত আর পান্তায় ছিল যার নিত্য আনাগোনা
কি যে হলো মনের মাঝে যেন সে দিল্লি দেবে হানা
মাটিতে তাই পা পড়েনা দেমাগ ষোলোআনা  ।।


দর বাড়িয়ে বলছে তাই সেইতো আসল সোনা
মদত যারা দিচ্ছে তাকে, তারা চোখ থাকতেও কানা
জনতা জনার্দন খবর রাখে সবই প্রতিবাদ করেনা।