আজ পয়লা বৈশাখ
১৪২৫ আজ হোক সবার জন্য শুভকামনা ।
ঘুম ভেঙে গেল নগরকীর্তনের গানের সুরে সুরে
ছোটো বেলায় ঠাকুমা এইগান গাইত একই সুরে।
সেবার পয়লা বৈশাখে আমার বোন জন্মেছিল;
ঠাকুমা বড় আদর করে বৈশাখী নাম রেখেছিল।
কালী নামে ছাগলও পুষেছিল সেও বিয়োলো
ওই ছাগলছানা দুটি ললিতা বিশাখা নাম পেল  ।


আজ পয়লা বৈশাখ
১৪২৫ আজ হোক সবার জন্য শুভকামনা ।
জানলা খুলতেই ফলবতী এক আমগাছ চোখে পড়ে
একটা কোকিল ডেকে চলে অদ্ভুত এক মিষ্টি সুরে  ।
বিরক্ত বাসার কাকটা এবার ডানা ঝাপটে তাকে তাড়ায় ।
ছোট্ট একটা টুনটুনি এসে ক্ষণিকের নিস্তব্ধতা ভেঙে দেয়;
হালকা একটু বৃষ্টিপাত হবে - আবহাওয়া দফতর বলেছিল
আকাশের মুখ মেঘলা ছিল, দক্ষিণ হাওয়া সব সরিয়ে দিল।


আজ পয়লা বৈশাখ
১৪২৫ আজ হোক সবার জন্য শুভকামনা ।
পাশের বাড়ির মেয়েটা ভিনধর্মী ছেলেকে বিয়ে করেছে।
পাড়াময় একটা হালকা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে ।
হটাত্‍ কর্পুরের মত উত্তেজনা গায়েব হল ওরা ফিরতেই।
হাসিমুখে সব মেনে নিল দুইপক্ষ অজ্ঞাতকারণে সবটাই ।
দুহাত ভরা আশীর্বাদে ওরা যেন মেলে দিল দুটি ডানা
থাকনা ওরা ওদের মতন যদি ওরা সুখী হয় হোকনা।


আজ পয়লা বৈশাখ
১৪২৫ আজ হোক সবার জন্য শুভকামনা ।
দীর্ঘদিন স্বামীর নির্যাতন সয়ে ,আজ বৌটা প্রতিবাদী হয়।
নিত্যদিনের অত্যাচার জানাতে সে পৌছে গিয়েছে থানায় ।
পাঁচ বছর আগে হারানো ছেলে খবর সেখানে গেল মিলে
দুরন্ত দৌড় ফিরিয়ে আনতে স্বামী আর স্ত্রী দুজনে মিলে ।
আজ শ্রীমতী বেজায় খুশী, বিদেশ থেকে বর ফিরেছে ।
চোখে মুখে শরীরে অপূর্ব এক লাবণ্য ছড়িয়ে রেখেছে ।


আজ পয়লা বৈশাখ
১৪২৫ আজ হোক সবার জন্য শুভকামনা ।
আজ প্রভাতীর এই আসরে জুটেছি আমরা সবাই মিলে ।
দুঃখ কান্না যন্ত্রনা ভুলে,হাসি গান গল্পে মাতবো বলে ।
অনেক সেজে কেউ কেউ বলবে- আমি কিছুই সাজিনি ।
শুধু একটা টিপ পড়েছি,তাওতো খোঁপাতে ফুল গুজিনী
হোকনা বয়স ছুইছুই আশি, এখনো মনে প্রাণে অষ্টাদশী
যাই বলো আর তাই বলো, একথা বলে আমার আরশি ।


আজ পয়লা বৈশাখ
১৪২৫ আজ হোক সবার জন্য শুভকামনা ।